ভারতের হরিয়ানায় হিন্দু-মুসলিম দাঙ্গায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে গুরুগ্রাম জেলায় এ ঘটনা ঘটে।
খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমস।
সোমবার হিন্দু সম্প্রদায়ের একটি মিছিলকে আটকানোর অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হরিয়ানার নুহ্ এবং গুরুগ্রাম জেলায়। হরিয়ানার বজরং দলের কর্মী মনু মানেসারকে কেন্দ্র করেই সহিংসতা সূত্রপাত।
গত ফেব্রুয়ারিতে ভিওয়ানিতে দুই মুসলিম যুবককে খুন করার ঘটনায় মনু পলাতক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মনু একটি ভিডিও পোস্ট করে দাবি করেছিল, সোমবারের শোভাযাত্রায় সে থাকবে।
এই পরিস্থিতিতে গুরুগ্রাম আলওয়ার মহাসড়কে শোভাযাত্রাটি থামানো হয়। এরপরই মিছিলকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।
সহিংসতায় মসজিদের ইমাম ও এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচ জন নিহত হয়। এ ঘটনায় জখম হয় আরও অন্তত ২০০ জন।
এ ঘটনার পর দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ধর্মী নেতারা। পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এক টুইট বার্তায় লিখেছেন, ‘সোমবারের ঘটনাটি দুঃখজনক। রাজ্যে শান্তি বজায় রাখার জন্য আমি সবার কাছে আবেদন জানাচ্ছি। দোষীদের কোনো মূল্যেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।