সোহানুর রহমান, ইবি প্রতিনিধি:
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে কলা অনুষদের ডিন অফিসে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো: তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, সহসভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং সদস্য অধ্যাপক ড. এ কে নূরুল ইসলামসহ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো: তোজাম্মেল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা, পেশাগত সুবিধাদির জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং দাবী অর্জনের সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়াও জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা। সংগঠনকে জাতীয়ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ ও মানবাধিকার ভিত্তিতে ভূমিকা পালনে সক্রিয় থাকা এবং প্রয়োজনে জাতির বৃহৎ স্বার্থে আন্দোলন সংঘটিত করা।