ইবি সংবাদদাতা:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে সাজা প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। বুধবার (০২ আগস্ট) জিয়া পরিষদ ইবি শাখার সভাপতি ও ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক এবং ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ড. ইদ্রিস আলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে তারা জানান, সরকারকে এ ধরণের নাটক পরিহার করে তাদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে। এ সকল কূটকৌশল ও দূরভিসন্ধির মাধ্যমে জনাব তারেক রহমানকে গণতন্ত্র রক্ষার নেতৃত্ব থেকে সরানো যাবেনা।
এ দেশের জনগণ তারেক জিয়ার নেতৃত্বে দেশ বাঁচানোর জন্য শপথ নিয়েছে। তাই অবিলম্বে এ সকল মিথ্যা মামলা ও ঘোষিত রায পুনর্বিবেচনার জন্য আহ্বান জানানো হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।