প্রযুক্তির অপব্যবহারের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বেশীর ভাগ যুবক ডিজিটাল নেশায় আসক্ত হচ্ছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর এর হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার।
শনিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন, স্থানীয় সময় বিকাল ৫টায় অস্থায়ী ভাস্কর্যে পুষ্প দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত জাতীয় সংগীত, শহীদের স্মরণে নিরবতা পালন করা হয় । এ সময় রাষ্ট্রপ্রতির বাণী পাঠ করেন, শ্রম কাউন্সিল শরিফুল ইসলাম, প্রাধান মন্ত্রীর বানী পাঠ করেন জি এম রাসেল রানা কাউন্সিলর, কনসিলর, এর পর শহীদ শেখ কামালের জীবনি প্রামাণ্য চিত্র প্রদর্শন।
সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর এর হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার, এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, মালয়েশিয়া আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী ও প্রবাসী সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানের বক্তব্য শেষে হাইকমিশনার শহীদ শেখ কামালের ক্রীড়া অঙ্গনের অবদানের কথা স্মরণ করিয়ে বলেন আমাদের সন্তানের বেশী করে সময় দিয়ে শহীদ শেখ কামালের মত ক্রীড়া ও দেশ প্রেমী হওয়ার আহবান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।