বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হচ্ছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা।
বুধবার (৯ আগষ্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে ৮ আগষ্ট মঙ্গলবার সকালে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন জানান, বোয়ালমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৩৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে।
৪র্থ পর্যায়ে আরও ৭০টি ঘর ও ২ শতাংশ জমি দানের মাধ্যমে ‘ক’ শ্রেণির ৪১৪ জন ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে হবে। এর মধ্যে দিয়ে উপজেলাটিকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেস ব্রিফিং-এ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজনদের সমন্বয়ে ৪১৪ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে যাচাই-বাছাই করে সনাক্ত করা হয়। ইতোমধ্যে উপজেলার ৩০টি গ্রামে ৩৪৪ টি পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। ৯ আগষ্ট আরও ৭০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে উপজেলাটি ভূমিহীন গৃহহীন মুক্ত হবে।
যেহেতু ভূমিহীন প্রক্রিয়াটি সময় ও প্রেক্ষাপটের উপর নির্ভরশীল তাই, প্রকল্পটি ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করেছে সরকার । আমাদের উপজেলায় আরও ৭১ টি পরিবারকে পাওয়া গেছে। সে তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি আশাকরি তাদের দ্রুত পুনর্বাসন করা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান মৃধা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বোয়ালমারীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।