আগামী শুক্রবার গণমিছিলের মধ্য দিয়ে শুরু হতে পারে বিএনপির যুগপৎ আন্দোলন।এবার শুধু ঢাকাতেই হবে এ কর্মসূচি। দেশের কোথাও কোথাও বন্যা হওয়ায় এবং অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে রাজধানীর বাইরে কর্মসূচি দেওয়া হবে না।

সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয় বলে জানা গেছে। ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম ও সমন্বয়হীনতার বিষয়টি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এরপর একদফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কর্মসূচি প্রস্তুতির সিদ্ধান্ত হয়।

নতুন কর্মসূচি প্রসঙ্গে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদফার যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, একদফা আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।