বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে কমিটি ঘোষণা ইফতার পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজানের মাস উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৮শে এপ্রিল) বিকাল ৪টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাব উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশ মেয়র মো : ইকরামুল হক টিটু।মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের সমন্বয়ক শিবলী সাদিক খানের সভাপতিত্বে সমন্বয়ক সদস্য সচিব ওয়াহিদুজ্জামান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ সভাপতি মহানগর জাতীয় পার্টি, ময়মনসিংহ ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ময়মনসিংহ জেলা সভাপতি সাংবাদিক শিবলী সাদিক খান, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক বদরুল আমীন নির্বাচিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মহোদয় অডিও বার্তায় অংশগ্রহণ করে ময়মনসিংহ জেলা শাখার নতুন এই কমিটির ঘোষণা দেন।
সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে- চাই সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা শ্লোগান বাস্তবায়নে আগামী ১-৭মে ৫ম জাতীয় গণমাধ্যম- সপ্তাহ-২০২১ আলোচনা সভা ও প্রচারাভিযানকে সফল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সাংবাদিকদের মর্যাদা অধিকার আদায়ে ১৪ দফা দাবী আদায়ে একযোগে কাজ করার আহবান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।