নিজস্ব প্রতিনিধি: রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর জাতীয় কাউন্সিল২০২৩ সফল করতে দিনাজপুর জেলা আরজেএফ এর আয়োজনে ৬ সেপ্টেম্বর বিকালে পানি উন্নয়ন বোর্ড ভিআইপি কনফারেন্স রুমে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আরজেএফ এর সভাপতি মোঃ ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিসি দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা আঃ লীগের সহসভাপতি ও রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান বজলুল হক, আরজেএফ’র ভাইস-চেয়ারম্যান এমএ ক্বারী। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ এর সিনিয়র ভাইস- চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলম শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরজেএফ এর সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আনসারী, পীরগন্জ উপজেলা আরজেএফ এর সভাপতি আঃ রহমান, ঠাকুরগাঁও জেলা আরজেএফ এর সমন্বয়ক মোঃ নুর ইসলাম নুরু, দিনাজপুর জেলা আরজেএফ এর সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা আরজেএফ এর সদস্য মাহমুদা আক্তার জোসনাসহ স্থানীয় আরজেএফ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন তৃণমুল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে আগামী ২৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জাতীয় কাউন্সিলে যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।