মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনিক হল রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) আলী হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার,মণিরামপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।