মোঃ আজগার আলী,সাতক্ষীরা প্রতিনিধি: ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা কলারোয়ায় মানববন্ধন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার ১৪ই সেপ্টেম্বর ২৩ ইং সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে নানান কারণে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হন। এটি রোধে এবং দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের করলে সংখ্যালঘু পরিবারগুলোর সুরক্ষা সুনিশ্চিত ভাবে।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সহ-সভাপতি হরেন্দ্র নাথ রায়, নিরাঞ্জন ঘোষ, কোষাধাক্ষ রামলাল দত্ত, সন্তোষ পাল, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসীম পাল, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, পরিতোষ ঘোষ সোনা, রনজিত ঘোষ, দীপক ঘোষ, আনন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ, নিত্য গোপাল রায়, অর্জুন পালসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।