মালয়েশিয়া বাংলাদেশী গ্রেফতার তিন / বাঁচতে নদীতে ঝাপ
ডেঙ্গকিল – মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) শুক্রবার ভোরে শহরের কাছাকাছি কাম্পুং বুকিত দামারে অভিযান চালিয়ে ৩ জন বাংলাদেশী সহ ৪০ জন বিদেশীকে আটক করেছে। অপারেশনে স্থানীয় ভাষায় নাম দেওয়া হয় সাপু( ঝাড়ু)।
অভিযানের সময় অবৈধ অভিবাসী কর্মীরা (পিএটিআই) পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দিয়ে এবং ঝোপঝাড়ে পালানোর চেষ্টা করে।
পুত্রাজায়ার জি আই এম টিম পালাতে বাঁধা দিলে, পালাতে ব্যার্থ হয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ বলেন যে এলাকার তথ্য ও গোয়েন্দা তথ্যের ফলে জেআইএম পুত্রজায়ার এনফোর্সমেন্ট ডিভিশন সকাল রাত ১.০০ টায় অভিযান চালায়।
অভিযানে ৪০ জনের মতো অবৈধ অভিবাসীকে (পিএটিআই) চেক করা হয়েছে এবং তাদের সবাইকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং ৩৭ জন ইন্দোনেশিয়ান রয়েছে।
আটককৃত ইন্দোনেশিয়ান অপরাধীদের মধ্যে ১৮ জন পুরুষ, মহিলা ১৪ জন, তিনজন ছেলে এবং দুটি মেয়ে জড়িত যারা অভিবাসন অপরাধের জন্য অবস্থানে ছিল। শুক্রবার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ সব তথ্য জানান সাংবাদিকদের।
রুসলিন বলেছেন যে আটককৃত সকল অবৈধের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে ফলো-আপ ব্যবস্থার জন্য রাখা হয়েছে।
ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৯/১৯৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩অনুযায়ী তদন্ত করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।