চলতি বছরের মার্চ মাসে প্রথম সন্তানের মা হন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। নিজের ছেলের নাম রাখেন মো. মোসাইব আরাশ শামসুদ্দিন ফারিশ সরকার।
বৃহস্পতিবার ৬ মাস পূর্ণ হয়েছে ফারিশের। এদিন ছেলের উদ্দেশে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি চিরকুট প্রকাশ করেছেন মা মাহিয়া মাহি।
এই নায়িকা লিখেছেন— বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে মা একটা সুখ পাগল পাখি। সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো? আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার স্পেশাল দিন— আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে।
এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান একটা। অনেক ভালোবাসি।
প্রসঙ্গত, মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর ২০২৩ সালের ২৮ মার্চ তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।