ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দালাল আটক ২
আজ দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে রোগী ভর্তি করার দালালি করার সময় আবাসিক চিকিৎসকের গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ ফোর্সের কাছে আটক হন জগন্নাথপুর বাংগালী পাড়ানিবাসী এস এম ফজলে (৪৪) পিতা মৃত ফিরোজ উদ্দিন. ও সরকারপাড়া নিবাসী মোঃ মনিরুজ্জামান (২২) পিতা মোঃ আব্দুল হক তাদের হাতে নাতে আটক করে হাসপাতালের আবাসিক চিকিৎসক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে ঘটনা উদঘাটন করেন এবং তাদের জিজ্ঞেস করলে তারা তাদের অপরাধ স্বীকার করে নেয়,তাছাড়া তারা হাসপাতালে দালালি করে রোগী ভর্তিসহ অন্যান্য কাজ করেন স্থানীয় জনসাধারণ সেটি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।সরকারি নির্দেশনা অমান্য করায় তাদের প্রত্যেককে উপজেলা নির্বাহী অফিসার ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল মামুন বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।