নিজস্ব প্রতিনিধি: ১ নভেম্বর(বুধবার) যশোরের মণিরামপুরে সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুনের অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও স্মৃতিস্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
মণিরামপুর সার্কেল অফিসের আয়োজনে এসময়ে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার কাজী দাউদ হোসেনসহ মনিরামপুর সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ।
এসময়ে সদ্য যোগদানকৃত এএসপি কাজী দাউদ হোসেনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত পুলিশ কর্মকর্তারা।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান ও তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ কর্মরত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায় সংবর্ধনা জানান এবং নবাগত এএসপি’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।