এনামুল হাসান কেশবপুর (যশোর) গত শনিবার (১১ নভেম্বর) রাতে বিদায়ী ওসি মোহাম্মদ মফিজুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্বরত ছিলেন।

সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ মফিজুর রহমান যশোর জেলায় ডিএসবি তে যোগদান করেছেন। ওসি’র দায়িত্ব বুঝে নেওয়ার পর থানার অফিসারগণ নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম সাংবাদিকদের বলেন, আমার অর্পিত দায়িত্ব ন্যায়-নীতি, সততা ও আদর্শের সহিত পালন করে এ উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখতে এবং সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। অপরাধমূলক সকল কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করতে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।