যুক্তরাষ্ট্র প্রতিনিধি: “সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি” এই স্লোগান সামনে রেখে গত রবিবার ১৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে দুপুর ২টায়  উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের আযোজনে , বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন,  প্রগতি লেখক ও উদীচী শিল্পীগোষ্ঠী  সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা, ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক-সংগঠক , বাঙালীর চেতনার অহংকার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে কুইন্স প্যালেস ৩৭-১১ ৫৭ স্ট্রীট, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭ সময় দুপুর ২টা – রাত ১০টা পর্যন্ত ।উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন  উদীচী শিল্পীগোষ্ঠী ছাড়াও অন্যান্য সংগঠনের মধ্যে সংগীত পরিষদ, বাফা, বহ্নিশিখা, শিল্পকলা একাডেমী, রবীন্দ্র একাডেমী ও সুরতীর্থ।
একক শিল্পী: তাহমিনা শহীদ, সুপ্রিয়া চৌধুরী ও আফজল হোসেন।আলোচক বৃন্দ: রথীন্দ্র নাথ রায়কন্ঠযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র,কুলদা রায় লেখক ও সাহিত্যিক,সাগর লোহানী প্রকাশক ও সম্পাদক, বাঙালীয়ানা।
উক্ত অনুষ্ঠানে অংকন প্রতিযোগীতির বিষয় ছিল: বাংলাদেশের গ্রাম (ছোটদের) ও স্মৃতিসৌধ (অনুর্ধ ১২ বছর) অংকন প্রতিযোগীতির দায়িত্বে ছিলেন:প্রবীর দাশ দীপু, মুনমুন সাহা ,সুপর্ণা সরকার (রিমা) ,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ।উক্ত অনুষ্ঠান চলাকালীন সময় সার্বিক সহযোগিতায় করেন সুব্রত বিশ্বাস, আলীম উদ্দীন, জাকির হোসেন ,বাবুল আচার্য্য, আশীষ রায় ,তারা রোজারি উক্ত অনুষ্ঠান প্রচার করেন: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জ্যামাইকা শাখা, যুক্তরাষ্ট্র।