মোঃ সেলিম রেজা, কেশবপুর প্রতিনিধি: আজ সোমবার ১১/১২/২০২৩ দুপুরে কেশবপুর বাজারে কেশবপুরের এসিল্যান্ড তানভীর হোসেন বাজার মনিটরিং করতে এসে বাজারে চিত্র দেখে মাথায় হাত।
বাজারে উঠা নুতন পিয়াজ ১২০  টাকার উপরে বেশি দামে বিক্রি হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাইকারি এবং খুচরা দোকানদার ইব্রাহিম মোড়লের কাছে পেঁয়াজ ক্রয় করবার রশিদ দেখতে চাইলে ১২৩ টাকা দরে  ক্রয় করবার রশিদ দেখান।
যাহার ফলে এসিল্যান্ড দোকানদার ইব্রাহিম মোড়লকে  ১২০ টাকা কেজি দরে বিক্রয় করবার জন্য নির্দেশ প্রধান করেন । কিছু সময় ১২০ টাকা দরে পিয়াজ বিক্রয় করবার পর ভরা হাঁটে খাবারের কথা বলে দোকান রেখে চলে যায় ইব্রাহিম মোড়লের ছেলে। এসিল্যান্ডের বাজার তদারকির কথা শোনবার পর পেয়াজ ব্যাবসায়ি দোকানদার আব্দুল জলিল, দোকানদার সুলতান দোকান রেখে পালিয়ে যায়। এসিল্যান্ড বাজার ত্যাগ করবার পর পুনরায় তারা দোকানে আসে এবং পেঁয়াজ পূর্বের ন্যায় বেশি দামে বিক্রি করা শুরু করে। যার পরিপ্রেক্ষিতে সাধারণ ক্রেতা দিশেহারা হয়ে শুধু পেয়াজের দিকে তাকিয়ে আছে। আর বলতে থাকে এ লুকোচুরি কবে বন্ধ হবে।