১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় জেলা রিপোর্টার্স ইউনিটি (এনডিআরইউ) এর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর ২৩) ভোর সাড়ে ৫ টায় নওগাঁ শহরের কেন্দ্রীয় স্মৃতি শৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংগঠনটির সদস্যরা। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুর রশীদ তারেক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল জানান, নাম না জানা অশংখ্য শহিদের আত্মত্যাগে অর্জিত আমাদের সোনার বাংলাদেশ। আজকের এ দিন আমাদের বিশেষ একটি দিন, এ দিনটি উদযাপনে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি শহিদের স্মৃতির চরণে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা সহ দিনব্যাপী নানান পদক্ষেপ হাতে নিয়েছে। আমরা হৃদয় গভির থেকে স্মরণ করতে চাই সকল শহিদদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।