নূরুল হক,বিশেষ প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে দলের নীতি ও আদর্শের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আওয়ামীলীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্যের নৌকায় উঠলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আমজাদ হোসেন লাভলু।
সকল দ্বিধা দ্বন্ধ ভুলে বৃহস্পতিবার বিকেলে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্যের নির্বাচনী প্রধান অফিস ও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নিজের কর্মী-সমর্থকদের সাথে উপস্থিত হন জননেতা আমজাদ হোসেন লাভলু। এ সময় নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্যের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানসহ দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এ সময়ে আমজাদ হোসেন লাভলু বলেন, রাজনৈতিক জীবনে চলার পথে ছোটখাটো মান-অভিমান সৃষ্টি হতেই পারে। এসব ভুলে আমাদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থ আগে দেখতে হবে। বয়োজ্যেষ্ঠ নেতাদের সম্মান দেখাতে হবে, সবাইকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে, সৌজন্যবোধ থাকতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়ে তিন আরও বলেন, আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকলে দল শক্তিশালী হবে। আমাদের একত্রে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। দলীয় কর্মীদের মনোভাবকে মূল্যায়ন করতে হবে। তাহলেই নিজেদের মধ্যে মান-অভিমান অনেকটাই কমে যাবে। একইভাবে দলও সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী হবে। সর্বোপরি দেশের স্বার্থে, জনগনের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।