রশিদুল ইসলাম রিপন: আগামী ৭ ই জানুয়ারি আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে লালমনিরহাট ২ ( আদিতমারী- কালীগঞ্জ ) আসন, স্মার্ট বাংলাদেশ বির্নিমান, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা পদপ্রার্থী নুরুজ্জামান আহম্মেদ এর নৌকা মার্কার উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর ) সন্ধ্যায় কিসামত ইউনিয়নের আয়োজনে কিশামত বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক সভা হয়।।
শ্রী যুক্তবাবু যতীন্দ্রনাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, আদিতমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এস নীলকমল রায়, ভাদাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন,
ভাদাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, মনছুর আলী, অ: প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র রায়, আদিতমারী উপজেলার সাবেক সভাপতি কামরুজ্জামান শিমুল প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।