মালয়েশিরার পুরাতন রাজধানী মালাক্কায় বৃহস্পতিবার ভোরে টামান কোটা লাকসামানার আশেপাশে নির্মাণ সাইটে অভিযান পরিচালনা করে মালাক্কা ইমিগ্রেশেন বিভাগ। এ সময় ১১৭ জন বিদেশী কর্মীদের কাগজ পত্র চেক করে ৯০ জনকে আটক করা হয়। এদের মধো ইন্দোনেশীয়ার ৮ জন পুরুষ ২ জন নারী, ৭৫ জন বাংলাদেশী, ৪ জন মিয়ানমারের ও ১ জন পাকিস্থানের নাগরিক, যাদের বয়স যথা ক্রমে ২৫ থেকে ৪০ বছরের মধো।
মালাক্কা ইমিগ্রেশেন পরিচালক অনির্বাণ ফৌজী মোহম্মদ আইনী বলেন এ অভিযানে ৯০ জন অবৈধ কর্মীদের গ্রেপ্তার করতে পারলে অনেকে পালিয়ে যায়, এবং গ্রেপ্তার এড়াতে অনেকে জীবনের ঝুকি নিয়ে ময়লা ড্রেনে লাফ দেয়।
গ্রেপ্তারকৃত সকলের ইমিগ্রেশেন ডিপোতে রাখা হয়ছে, মালয়েশিরার শ্রম আইন অনুয়াজী তাদের শাস্তি দেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।