মোঃ আজগার আলী, সাতক্ষীরা প্রতিনিধি: তথ্যই শক্তি:দুর্নীতি থেকে মুক্তি’- এ শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা’র উদ্যোগে গত ৬ মার্চ ২০২৪ ইং সাতক্ষীরা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে- এ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণা ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৩ টায় ওয়েন্টেশন- এর উদ্বোধন করেন পিটিআ্ই সুপারিনটেনডেন্ট মোল্যা শহীদুজ্জামান। অরিয়েন্টেশনে সহায়তাকারী ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মোঃ মনিরুল ইসলাম। ওরিয়েন্টেশনশেষে ৯০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা করেন টিআইবি’র ইন্টার্ন মুশফিকুর রহমান ও ইয়েস সদস্যবৃন্দ।
প্রতিযোগিতাশেষে পিটিআই’র সহকারি সুপারিনটেনডেন্ট মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সনাক সভাপতি হেনরী সরদার, সদস্য জেসমিন আখতার, সহকারি সুপরিণটেনডেন্ট শুভেন্দ দাশ প্রমূখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সনাক সভাপতি হেনরি সরদার তাঁর বক্তব্যে বলেন ‘জনগণের তথ্যের অধিকার নিশ্চিত হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। দুর্নীতি না হলে আমাদের দেশের চাকুরীজীবীদের বেতনের পরিমান বর্তমানের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেড়ে যেতে পারতো।
সবশেষে উপস্থিত অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন পিটিআই’র প্রশিক্ষনার্থী প্রশিক্ষক, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।