খুলনা বিএনপির ছাত্রদলের,সোনাডাঙ্গা মডেল থানা ইউনিটের সাবেক প্রচার সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক প্রীতম ঘোষের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং পুলিশ সদস্যগণ.
নেতার পরিবার ও এলাকাবাসী জানান,খুলনা’র ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীগণ লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে, তারা ভাঙচুরের সময় প্রীতমের বাবা-মাকে হুমকি দেন এবং তারা বলেন প্রীতমকে বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি যেন না করে।
পাশাপাশি,পুলিশ সদস্যগণ প্রীতম ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও হুমকি দেয়।
এছাড়াও,প্রীতমের ছোট বোনকে হেনস্তা করে বলেও জানা যায়।
এর ফলে প্রীতমের পরিবার ভয়ের সাথে দিন পার করছেন, প্রীতম উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিলেতে যান এবং সেখানে তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র রাজনীতির সাথে সরাসরি যুক্ত আছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।