শুক্রবার ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালে অক্সিজেনের পাইপ চুরির প্রাক্কালে বকুল চন্দ্র দাস কে হাসপাতালের সিনিয়র স্টাফ ধরে ফেলেন পরে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কে জানান।সে সময় আবাসিক মেডিকেল অফিসার সদর উপজেলা নির্বাহী অফিসার কে জানালে তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন চোরকে জিজ্ঞেস করলে তিনি তার অপরাধ স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলার শান্তি নগর নিবাসী সুকুমার দাসের ছেলে বকুল চন্দ্র দাস(২৫) শুক্রবার সকালে সদর হাসপাতালে অক্সিজেনের পাইপ চুরির ঘটনায় ধরা পড়লে মাদক কিনার জন্য চুরি করেন বলে অপরাধ স্বীকার করেন।