মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: প্রাথমিক বিদ্যালয়ের এক প্রহরী ওই স্কুলে রাতে ডিউটি না করে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাকে রাতে স্কুলে গিয়ে পাওয়া না গেলে খোঁজ করা হয় তিনি কোথায় আছেন। পরে তাকে পারুলিয়া মৃধাপাড়া মোড়ে আড্ডা দিতে দেখা গেছে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মাহফুজুর রহমান মুকুল এভাবেই চলছেন কর্তৃপক্ষকে তোয়াক্কা না করে।
সরেজমিনে গত ৩০ মার্চ ও ৩১ মার্চ রাত ১০ টার দিকে স্কুলে গেলে প্রহরী মুকুল কে পাওয়া যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, তিনি পারুলিয়া মৃধাপাড়া মোড়ে রনি-সুমি টি স্টোর রবিউলের দোকানে চা বিক্রি করছে। সেখানে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে রাত ১০ টার দিকে কথা হয় মুকুলের সাথে। এসময় মুকুল হতভম্ভ হয়ে বলেন, ‘আমি তো অসুস্থ রোগী তাই যাই না। বেশি রাত জাগতে পারি না।’ এভাবেই প্রতিদিন ডিউটি না করে দোকানদারি করেন? এ প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি।
এলাকার অনেক মানুষের সাথে কথা বলে জানা গেছেন, তিনি একটি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছেন। সেখানে মাদক সেবন সহ অনলাইন জোয়া অনেক্সের মাস্টার এজেন্ট মুকুল দ্বারাই পরিচালনা হয়ে আসছে। প্রভাব খাটিয়ে স্কুলে দিনের বেলায় নাম মাত্র ডিউটি করেন আর হাজিরা দেন। আবার কিছু মানুষ বলছেন নিয়মিত স্কুলে হাজির না হয়েও তুলছেন বেতন ভাতা। সপ্তাহের হাজিরা খাতার স্বাক্ষর এক দিনে সম্পন্ন করার অভিযোগও নতুন নই। তার যত অপকর্মের সহযোগী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী। অনেকের ভাষ্য প্রধান শিক্ষক মুকুলের চাচা হওয়ার সুবাদে কারো তোয়াক্কা করে না। রাতে আর স্কুলে ডিউটি করেন না। সরকার বিদ্যুতের সমস্যা রোধ করার জন্য রাত আটটার পরে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলেও তিনি রবিউলের সাথে দেদারছে ১২ টা, ১ টা পর্যন্ত দোকানদারি করেন বলেও অভিযোগ আছে।
রনি-সুমি টি স্টলের মালিক রবিউলের সঙ্গে কথা হলে তিনি বিষয়টা এড়িয়ে যান। এবং বলেন ঘটনা সব মিথ্যা। অভিযুক্ত দপ্তরী কাম প্রহরী মাহফুজুর রহমান মুকুলের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে নাম্বার টি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রধান শিক্ষক ইয়াছিন আলীর নাম্বারে ফোন দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী বলেন, বিষয়টি আমি অবগত হলাম। এখানে আমি নতুন এসেছি। সরজমিনে এসে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।