মুত্তাহিদ ইসলাম মারজান উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি –
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফাস্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (FDF) এর সাধারণ সভা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে, উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক রথীন্দ্র প্রসাদ পান্ডে (খোকন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান লিটন ও সমাজসেবক আতাউদ্দৌলা বিপ্লব। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুত্তাহিদ ইসলাম মারজান।
সংগঠনের স্বেচ্ছাসেবকদের মধ্যে আরো উপস্হিত ছিলেন নাজমুল হাসান সজীব (মহাসচিব, এফডিএফ), আব্দুস সবুর লিটন (ভারপ্রাপ্ত পরিচালক এফডিএফ), শ্রী তন্ময় দত্ত (ভারপ্রাপ্ত সাংগঠনিক সচিব এফডিএফ), সাংগঠনিক সম্পাদক মো:জোবায়ের সহ আরো অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।