মোঃ সেলিম রেজা, কেশবপুর প্রতিনিধি:আজ দুপুর বারোটার সময় বসুন্তিয়া গ্রামের ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের বাসিন্দা মোছাঃ নাজমুন নাহার সুমি( ৪৫) স্বামী মো: শাহিন কেশবপুর নিউজ ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন মোঃ ইসরাফিল পিতা মোঃ অলিয়ার মৌলঙ্গী, মোহাম্মদ কালাম মৌলঙ্গী, সালাম মৌলঙ্গী, জলিল মৌলঙ্গী সর্ব পিতা মোঃ ছাকো মৌলঙ্গী ১৩ শতাংশ জমির জন্য দীর্ঘদিন যাবত আমাদের উপর শারীরিক মানসিক ভাবে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল সকাল ১১ টার দিকে আমার বাড়ির উঠানে প্রবেশ করে আমাকে আমার মেয়ে ও আমার শ্বশুর কওছার মৌলঙ্গী কে প্রচন্ড মারপিট করে। প্রচন্ড মারের পরিপ্রেক্ষিতে আমরা জ্ঞান হারিয়ে ফেলি । পরে আশেপাশের লোকজন আমাদের কে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে ভর্তি করে। এই ব্যাপারে আমরা কেশবপুর থানায় একটা অভিযোগ করি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কোন সময় তাহারা আমাদের উপর চড়াও হয়ে অঘটনা ঘটাতে পারে। প্রতিনিয়ত আমাদের বাসায় এসে প্রাণনাশের হুমকি-ধমকি এবং গালিগালাজ করে যাচ্ছে। কিছু কিছু অপরিচিত মোবাইল নাম্বার দিয়ে আমাকে এবং আমার মেয়েদের কুরুচিপূর্ণ কথা বার্তা বলছে যা আমি এই মুহূর্তে বলতে পারছি না।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই।