গলায় শাড়ির ফাঁস জড়িয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন স্বামী। এরপর রাতে একই বিছানায় স্ত্রীর লাশের পাশে ঘুমিয়ে কাটান। ভারতের বেঙ্গালুরুর রঙ্গনাথপুরে গত শনিবার ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম নেত্রাবতী। আর ঘাতক যুবকের নাম ভেঙ্কটেশ।
পুলিশ জানিয়েছে, প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরতেন ভেঙ্কটেশ। এ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতো। মদ খেতে নিষেধ করায় রেগে স্ত্রীকে হত্যা করেন ওই যুবক।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, রোববার সকালে ভেঙ্কটেশের ৯ বছরের ছেলে তার মাকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকাডাকি করে। কিন্তু তার মা সাড়া না দেওয়ায় কান্নাকাটি শুরু করে। তার কান্না শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এসে দেখেন বিছানায় পড়ে রয়েছে নেত্রাবতীর লাশ।
এর আগে শনিবার রাতে ভেঙ্কটেশ ও নেত্রাবতীর মধ্যে ঝগড়া হয়। প্রতিবেশীরা বাড়িতে এসে মিটমাটও করে দেন। তাই ধারণা করা হচ্ছে, গভীর রাতেই খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ অভিযুক্ত ভেঙ্কটেশকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন তিনি।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মদ্যপানের বদঅভ্যাস নিয়ে ঝগড়ার কারণেই স্ত্রীকে হত্যা করেছেন ভেঙ্কটেশ। এ ঘটনায় মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।