শায়েক আহমদ,স্টার্ফ রিপোর্টার: অদ্য ৪জুন রোজ মঙ্গলবার বাদ জোহর মাদরাসা মিলনায়তনে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইসলামি বিদ্যাপীঠ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা প্রবীন শিক্ষক ও ইবতেদায়ী প্রধান মাও: আব্দুস সালাম ও সহ গ্রন্থাগারিক মাও: আব্দুল জব্বারের অবসর জনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক আছাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত আল্লামা মুফতি শামছুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক আরবী বিভাগ ও অনার্স বিভাগীয় প্রধান মাওঃ আব্দুল আলীম,গভর্নিং বডির সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য নুরুল ইসলাম, এডভোকেট হাবিবুর রহমান,বিদায়ী শিক্ষক মাওঃমোঃ আব্দুস সালাম, বিদায়ী সহগ্রন্থাগারিক মাওঃ আব্দুল জব্বার, আরবী প্রভাষক আব্দুল আউয়াল,ইবতেদায়ী প্রধান মাওঃ ওহিদুজ্জামান আহমদ তালুকদার,জাতীয় পর্যায়ে শ্রেষ্ট পুরুষ্কার প্রাপ্ত ছাত্রী খাদিজা মেহজাবিনসহ প্রমুখ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ ছাদ উদ্দীন, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহিবুর রহমান,কাতার প্রবাসী দেলওয়ার হোসেন,মোঃমুমিনুল ইসলাম চৌধরী,মাদরাসার সিনিয়র শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আরমান আলী,মাওঃ মুহিবুর রহমান,মাওঃ কবিরুজ্জামান,মাওঃজুনেদ আহমদ,মাওঃ সিরাজুলইসলাম মাসুক,মাওঃমোজাহিদুল ইসলাম, আবুল কাশেম,জাতীয় দৈনিক ঘোষণা মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকবৃন্দ ও কৃতি ছাত্রী খাদিজা মেহজাবিনকে সম্মাননা ক্রেষ্ট,শ্রদ্ধাঞ্জলি,নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মোনাজাত পরিচালনা করেন, অত্র মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ মুফতি মো: শামছুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।