বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সোনম কাপুর। বিশেষ এক ছবিতে ১১ টাকা পারিশ্রমিক নিয়ে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। জানেন কেন এমন করেছিলেন?
কেনই বা বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছিলেন তিনি?সম্প্রতি পার হয়ে গেল সোনম কাপুরের জন্মদিন। গত ৯ জুন প্রকাশ্যে আসে তার সম্পর্কে অজানা কিছু তথ্য।সোনম কাপুর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকমহলে একটি অন্য ফ্যানবেস তৈরি করেছেন তিনি।
জানা গেছে, একটি ছবিতে অভিনয় করতে তিনি নিয়েছিলেন মোট ১১ টাকা (ভারতীয় মুদ্রায়)। ২০০৭ সালে রণবীর কাপুর অভিনীত সাওয়ারিয়া ছবিতে প্রথম অভিনয় করতে দেখা গেছে সোনমকে। তবে, তারপরেও আরও একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।২০১৩ সালে সোনম অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটিও বেশ জনপ্রিয় হয়েছিল।
এই ছবিতেই ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী।মিলখা সিংয়ের প্রেমিকা হিসেবে অভিনয় করেছিলেন সোনম। এই সিনেমায় ক্যামিও করেছিলেন অভিনেত্রী।সোনম জানান, এই ছবির গল্পটি তাঁর খুব পছন্দ হয়েছিল।
তাই ছবিতে বিনা পারিশ্রমিকেই কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। তবে, সেই সময় পরিচালক তাঁকে বিনা পারিশ্রমিক অভিনয় করতে দিতে চাননি। তাই তিনি বলেছিলেন সামান্য কিছু বেতন নেওয়ার কথা। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরার কথা অনুযায়ী, যেহেতু তিনি সামান্য কিছু বেতন নিতে বলেছিলেন, তাই সোনম ১১ টাকা পারিশ্রমিক দাবি করেন। আর অভিনয় শেষেও সেই পারিশ্রমিকই নেন অভিনেত্রী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।