নিজস্ব প্রতিনিধি: মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার বন্যা কবলিত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে বালিদাহ পাচাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প বসানো হয়। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা ডা:তন্ময় বিশ্বাস এর পরিচলায় প্রধান অতিথি হিসাবে যশোর জেলা এর সিভিল সার্জন ডা:মাহমুদুল হাসান মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন কালে ডা:মাহমুদুল হাসান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় স্বাস্থ্য সেবা প্রাদান করেন,মনিরামপুরের মেডিকেল অফিসার ডা:অনুপ বসু , মেডিকেল অফিসার ডা:নাহিদ হাসান,মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় বসু, পাচাকড়ি কমিউনিটি ক্লিনিকের সি, এইচ,সি, পি রিয়াজুল ইসলাম। এসময় বন্যায় কবলিত বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুইশত মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। সারাদিন ব্যাপি এ স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়। সেবা গ্রহণ কারীরা দোড় গোড়ায় সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।