মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ সাইফুল ইসলাম শোভনের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ।
গতকাল ১১ই ডিসেম্বর সকালে মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আকস্মিক আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ে উপজেলা কর্মকর্তার কার্যালয়ে যান মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তিন সাংবাদিক নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলার চলমান প্রকল্প ও সাধারন জনগণের উন্নয়নকল্পে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এস এম তাজাম্মুল(প্রতিদিনের কন্ঠ), সিনিয়র সহ-সভাপতি সুমন চক্রবর্তী(রুপান্তর প্রতিদিন), প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম(আশ্রয় প্রতিদিন)।
সাংস্কৃতিক প্রিয় মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শোভন মতবিনিময়ে বলেন, আপনাদের সুন্দর পরামর্শ এবং সহযোগিতা নিয়ে মণিরামপুরে কাজ করতে চাই।ইনশাআল্লাহ। ব্যক্তি জীবনে আমি সাধারণ মানুষের কথা ভাবি। আপনাদের সাথে নিয়েই মণিরামপুর উপজেলাকে একটি আধুনিক এবং উন্নত মনিরামপুর উপজেলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।