সাদুল্লাপুরে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেএম জহুরুল হক (জনি)গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি সিএনজির ধাক্কায় আলমগীর হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (০৪ মে) বিকেলে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের খোর্দ্দ রসুলপুর আবু হোসেন মণ্ডলের ইটভাটা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামের মৃত কাশেম মেম্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় আলমগীর হোসেন মাদারগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় খোর্দ্দ রসুলপুর আবু হোসেন মণ্ডলের ইটভাটা সংলগ্নস্থানে পোঁছালে অপর একটি সিএনজির সঙ্গে থাক্কায় লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে আলমগীর হোসেন মারা যায়।
বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহ আলম মিয়া বলেন, ‘আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, বিষয়টি লোকমুখে শুনেছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।