যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামে একটি পুকুরে মাছ লুট ও চারা মাছ নষ্টের ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী আলী মুনসুর মিন্টু যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন, একই গ্রামের ইদ্রিস মোল্যা ও আব্দুল খালেক এ ঘটনায় জড়িত।

অভিযোগে বলা হয়, মিন্টু ৭৫ শতক জমি লিজ নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করছেন। লিজের মেয়াদ শেষ না হলেও মালিক খালেক জমি বিক্রি করেন।

বিরোধের জেরে গত ৩০ সেপ্টেম্বর রাতে প্রায় ২ লাখ টাকার মাছ লুট ও ১ লাখ টাকার চারা মাছ নষ্ট করা হয়। এছাড়া পুকুরে বালি-মাটি ফেলে ভরাট করা হয়। ক্ষতিপূরণ চাইলে অভিযুক্তরা হত্যার হুমকি দেয় বলে দাবি করেছেন মিন্টু।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তারিকুল ইসলাম জানান, বিষয়টি আলোচনা সাপেক্ষে মীমাংসা হওয়া উচিত ছিল। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।