নড়াইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মে বুধবার বিকেল সাড়ে ৫টায় আউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সামাজিক দুরত্ব মেনে স্বেচ্ছাসেবক লীগ এ মাহফিলের আয়োজন করে।

এ সময় আওযামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আউড়িয়ার ও বিভিন্ন এলাকার আমন্ত্রিত রোজাদার ব্যাক্তিরা এই ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন।

দোয়ার আগে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তারিকুজ্জামান উজ্জল,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম পলাশ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম মুকুল খাঁন।পরে আল্লাহর দরবারে করোনা মুক্ত বাংলাদেশ প্রার্থনা করে দোয়া করা হয় । এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।