ঘর নেই; জীবিকার তাগিদে স্বামীকে নিয়ে ভিক্ষা করতে হয় নলডাঙ্গার করিমন্নেছা বেগমকে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের এক দরিদ্র বৃদ্ধ দম্পতি কুদ্দুস আলী(৬৫) ও করিমন্নেছা বেগম(৬০) নামের দুজনই এখন জীবিকার তাগিদে ভিক্ষা করে বেড়াচ্ছেন নলডাঙ্গার রাস্তায় রাস্তায়। স্বজন হারা এই মানুষ দুটির নেই কোন থাকার জায়গা, তাইতো ভিক্ষা করে দিন শেষে রাত্রিটাও যাপন করতে হয় অন্যের বাড়িতে।
একদিকে নিজেদের নেই থাকার জায়গা অন্য দিকে জীবিকার তাগিদে করতে হচ্ছে ভিক্ষা। যতটুকু পাচ্ছে ততটুকু দিয়েই যেন বেঁচে আছে এই দুটি প্রাণ।
তাদের দাবি স্থানীয় সরকারের জনপ্রতিনিধি দের কাছে সাহায্য চাইতে গেলেও আশানুরুপ কোন সাহায্যই মেলেনি তাদের।
এদিকে শেষ বয়সে এসেও বয়স্কভাতা সহ সরকার পক্ষ থেকে কোন সাহায্যই পায়নি বলে এমটাই অভিযোগ করেছেন তারা।
করিমনন্নেছা বেগম দৈনিক কলম কথাকে আরো জনান,
নিজেদের এমন অচল অবস্থায় সরকার পক্ষ থেকে কিছুটা সাহায্য মিললে অনেক উপকৃত হতেন তারা। শেষ বয়সে এসে একটু শান্তিতে বাঁচবার জন্য সরকারের প্রতি আকুল আবেদন, যেনো একটি মাথা গোঁজার ঠাঁই ও অচল অবস্থা চলাফেরার ব্যাবস্থা সহ সরকারী সকল সুযোগ সুবিধা দেয়া হয় তাদের৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।