নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পূর্বাচল আদর্শ সেবা সংস্থা উদ্যোগে অসহায়, সুবিধাবঞ্চিত, রিকশাচালক দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন এর কাঞ্চনে পূর্বাচল আদর্শ সেবা সংস্থা এর প্রধান উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর মালুম ও উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, মনজুরুল ইসলাম, হালিম, সাত্তার মাস্টারের উপস্থিতিতে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ৫৩০ টি পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী এর মধ্যে ছিল চাউল, ডাল, চিনি, সেমাই, সাবান, পেয়াজ ও তেল।
এসময় আরো উপস্থিত ছিলেন পূর্বাচল আদর্শ সেবা সংস্থা এর সভাপতি আব্দুল ওহাব ভুঁইয়া, সহ-সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক রাশেদ ফকির, সাংগঠনিক সম্পাদক পারভেজ ফকির, যুগ্ন সাধারণ সম্পাদক নিগার সুলতানা রূজিনা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল হক তরূন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাহারা সুলতানা প্রমুখ। এসময় সংগঠন এর সদস্য রা জানান আমরা আগামীতে এমন ভাবে কাজ করতে চাই যাতে যাকে আমরা সহযোগিতা করবো সে যেনো সাবলম্বী হয়ে উঠতে পারে, সবাই আমাদের সংগঠন এর জন্য দোয়া করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।