নড়াগাতিতে দুগ্রুপের সংঘর্ষে রায়হান ফকির নামে এক যুবক নিহত আহত ২৫
মো:রফিকুল ইসলাম নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতি থানার মূলখানা গ্রামে দুগ্রুপের সংঘর্ষে রায়হান ফকির নামে এক যুবক নিহত আহত অনন্তত দুগ্রুপের ২৫ জন।
আজ মঙ্গলবার (১০নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে,এছাড়া অনন্তত দুগ্রুপের ২৫ জন আহত হয়েছে।
নিহত রানা মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে এবং বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নড়াগাতি থানার মূলখানা গ্রামের সবুর ফকির ও মান্নান শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল।
এরই জের ধরে আজ মঙ্গলবার দুপুরে মান্নান শিকদার গ্রুপের লোকজন প্রতিপক্ষের গ্রুপের লোকজনের উপর আতর্কিত হামলা করে বলে জানা যায়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান ফকির রানা সেখানেই নিহত হয়।
এছাড়াও মশিয়ার চৌকিদার,চাঁন মিয়া,নাসির শেখ ও আরজ আলী ফকিরসহ অন্তত ২৫ জন গুরুতর জখম হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোকসানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।