- যশোরের শার্শায় ১কোটি ৫৬ লাখ টাকার চন্দন কাঠ আটক
- জেমস আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টার :
- যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
- মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে এ চালানটি আটক করা হয়।
- বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো অ-১৪-০৫৭৩ নং একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে, ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১০৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত চন্দন কাঠের মূল্য ১কোটি ৫৬ লাখ টাকা বলে জানায় বিজিবি। - বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।