নিষিদ্ধ ঘোষিত নছিমন গাড়িতে চড়ে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে নছিমন উল্টে কালিয়ায় মো. ওবায়দুল ভূইয়া (১৫) নামে এক কিশোর নিহত ও ৩ জন আহত হয়েছে।
আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওবায়দুল উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর ভূইয়ার ছেলে।
ঈদের দিন সকালে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড় নামক স্থানে ওই সড়ক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ওবায়দুলসহ ওই গ্রামের ৫-৬ জন বন্ধু মিলে একটি নছিমন গাড়ী ভাড়া করে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ওই দিন সকালে রাস্তায় বেরিয়ে পড়ে।
সকাল ১১ দিকে তারা কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড়ে তাদের নছিমনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়লে ওবায়দুল ঘটনাস্থলেই নিহত হয় এবং একই গ্রামের মুরসালিন শেখের ছেলে রামিম শেখ (১৭), মুক্তার শেখের ছেলে নয়ন শেখ (২৩) ও রিকায়েত শেখের ছেলে মাইম শেখ (২৫) আহত হয়।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেছেন, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইলঃ০১৯২০২৮১৭৮৭
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।