কুয়েট এর ভাইস-চ্যান্সেলরের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা মেট্রোপালটন পুলিশ (কেএমপি) কমিশনার জনাব মাসুদুর রহমান ভূঞা। ১১ নভেম্বর বুধবার দুপুর ০১ টায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালীন সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অপারেশন) সরদার রকিবুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার (স্টাফ অফিসার) হাফিজুর রহমান ও সিনিয়র সহকারী কমিশনার (দৌলতপুর জোন) এস এম বায়জীদ ইবনে আকবর। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে কেএমপি কমিশনার এর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং কেএমপি কমিশনার জনাব মাসুদুর রহমান ভূঞা একে অপরকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং সারক ক্রেস্ট প্রদান করেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।