বিরামপুরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত
নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি-
দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
(২০মে) বৃহস্পতিবার সকাল ১০টায় বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহর ঢাকামোড়ে মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ কর্মসুচী চলাকালে এই দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক শাহ আলম মন্ডল এর সঞ্চলনায় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক মশিহুর রহমান,প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক,সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, কার্যনির্বাহী সদস্য ড. মো: এনামুল হক,মাই টিভি প্রতিনিধি কামরুজ্জামানসহ সাংবাদিক ফরিদ হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন-প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর নির্যাতন ও তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে মামলা প্রত্যাহারের দাবী ও নিঃশর্ত মুক্তিসহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে।
এসময় বিরামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।