চট্টগ্রামে ১১টি জলদস্যু বাহিনীর ৩৪ সদস্যের আত্মসমর্পণ।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে ১১টি জলদস্যু বাহিনীর ৩৪ সদস্য। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন এই জলদস্যুরা। এদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ ছাড়া বাকি সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে র্যাব।
গেলো কয়েক বছরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে জলদস্যুরা। টিকতে না পেরে তারা বেছে নিতে শুরু করে আত্মসমর্পণের পথ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র্যাবের কাছে অস্ত্র বুঝিয়ে দিয়ে আত্মসমর্পণ করলেন বাঁশখালী, মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার ১১টি বাহিনীর ৩৪ জন জলদস্যু। এ জলদস্যুদের অধিকাংশের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। র্যাব বলছে, হত্যা ও ধর্ষণ ছাড়া অন্য মামলাগুলো তুলে নেয়া হবে।
এসময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনই সফল হয়নি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্ধকার থেকে আলোর পথে ফিরে তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য সব ধরনের সহায়তা করবে সরকার। আর যারা আত্মসমর্পণ করেননি তাদেরও আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। বলেন, আপনরা যা করেন আমরা কিন্তু সবকিছু দেখছি।
এ পর্যন্ত র্যাবের কাছে সুন্দরবনে ৩২৮ জন এবং চট্টগ্রামে ৭৭ জনসহ মোট ৪০৫ জন জলদস্যু আত্মসমর্পণ করলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।