মানবিক দৃষ্টিসীমানা ফাউন্ডেশনের ১ বছরের জন্য কেন্দ্রীয় কমিটি কমিটি গঠন

 

নুরুজ্জামান সরকার,জেলা প্রতিনিধি (নীলফামারী):

শনিবার (২২শে-মে) রাত ১০.৩০ মিনিটে দৈনিক দৃষ্টি সীমানা প্রত্রিকা ফেসবুক পেইজ থেকে সরাসরি আগামী ১বছরের জন্য মানবিক দৃষ্টি সীমানা ফাউন্ডেশনের ৪৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

“মানব কল্যাণে আমরা, দূঢ় প্রতিজ্ঞা নিয়ে” এই শ্লোগানকে সামনে রেখে উক্ত সংগঠনের কার্যক্রমগুলো হলো:-

•ছিন্নমূল অসহায় মানুষদের পূর্নবাসন তৈরিতে সহযোগিতা করন

•প্রতিবন্ধী ছিন্নমূলদের বিনা খরচে শিক্ষা প্রদান করন •তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মমুখি করতে উদ্বুদ্ধ করন •বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করন

•যৌতুক প্রথা প্রতিহত করন

•ছিন্নমূল অসহায় মানুষের আইনি সহায়তা প্রদান

•পথ্য শিশুদের সহায়তা প্রদান

•দূর্ঘটনায় পঙ্গু ও অসহায়দের সহায়তা প্রদান •রক্তদাতা তৈরি ও রক্ত দান কর্মসূচী এই প্রতিপাদ্য কাজ কে সামনে নিয়ে

 

নাঈম হাসানকে সভাপতি ও মানিক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ১ বছরের জন্য অনুমোদন দিয়েছে দৈনিক দৃষ্টি সীমানা প্রত্রিকার চেয়ারম্যান ও মানবিক দৃষ্টি সীমানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহাদ আল-আবিদ এবং দৈনিক দৃষ্টি সীমানা প্রত্রিকার নির্বাহী সম্পাদক ও মানবিক দৈনিক দৃষ্টি সীমানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন মাহমুদ।

 

পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি তালিকাঃ

১. সভাপতি:- নাঈম হাসান-০১৮১৯৪৫৯৫১২

২.সিনিয়র সহ সভাপতি:- মোঃ রোমান

৩.সহ সভাপতি:- মোফাসসেল সরকার

৪.সহ সভাপতি- নুরুজ্জামান সরকার

৫.সাধারণ সম্পাদক:-মানিক হোসেন

৬.যুগ্ম সাধারন সম্পাদক:- পারভেজ হাসান

৭.যুগ্ম সাধারণ সম্পাদক:- তারেকুল ইসলাম

৮.যুগ্ম সাধারণ সম্পাদক:- ইসমাইল হোসেন রাশেদ

৯.যুগ্ম সাধারণ সম্পাদক:- মনিরুল ইসলাম মেরাজ

 

১০.সাংগঠনিক সম্পাদক:- ইমরান হোসেন

১১. সহ-সাংগঠনিক সম্পাদক:-রাজা মিয়া

১২. সহ-সাংগঠনিক সম্পাদক:- মাজহারুল ইসলাম শাওন

১৩.সহ-সাংগঠনিক সম্পাদক:- মোঃ ইনছান আলী

১৪.সহ-সাংগঠনিক সম্পাদক:- আল-আমিন

১৫. প্রচার সম্পাদক- সাব্বির রহমান

১৬.সহ-প্রচার সম্পাদক- মোঃ আজিজুল

১৭.দপ্তর সম্পাদক- আতিকুর রহমান

১৮.সহ-দপ্তর সম্পাদক- মোহন আহামেদ

১৯.কোষাধক্ষ্য সম্পাদক:- রানা মাহফুজ

২০.ক্রীড়া সম্পাদক:- মোওাহিদ ইসলাম

২১.উপ- ক্রীড়া সম্পাদক:- শেখ খাইরুল ইসলাম

 

২২.সমাজসেবা বিষয়ক সম্পাদক – শফিকুল ইসলাম

২৩.উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক- রানা হামিদ

২৪.উন্নয়ন বিষয়ক সম্পাদক-এসহাক ফরাজী

২৫.উপ-উন্নয়ন বিষয়ক সম্পাদক- মোঃ আসাদুল্লাহ

২৬.প্রজন্ম বিষয়ক সম্পাদক-আরাফাত রহমান হিমেল

২৭.সহকারী প্রজন্ম বিষয়ক সম্পাদক- বিকাশ চন্দ্র

২৮.দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক- আবদুল কাদের

২৯.উপ-দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক- মোঃ আলমগীর হোসাইন।

৩০.আইন বিষয়ক সম্পাদক- আফসানা স্মৃতি

৩১.ধর্ম বিষয়ক সম্পাদক-ওমর ফারুক

৩২.উপ- ধর্ম বিষয়ক সম্পাদক- মোহাম্মদ দেলোয়ার হোসেন।

৩৩. ছাত্র বিষয়ক সম্পাদক-শাহবুদ্দিন মোড়ল

৩৪.উপ- ছাত্র বিষয়ক সম্পাদক- ইলিয়াস হোসাইন

৩৫. সংস্কৃতি বিষয়ক সম্পাদক-ডি.এন রাজিব

৩৬.সাহিত্য বিষয়ক সম্পাদক-মোঃ রাসেল হাসান

৩৭.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক- এম.এ রাশেদ।

৩৮.উপ- তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- রাব্বী আহমেদ।

৩৯.আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- নাজমুল ইসলাম

৪০.মহিলা বিষয়ক সম্পাদক- জান্নাতুল ফেরদৌস আনিকা।

৪১.রাজনৈতিক বিষয়ক সম্পাদক- বিজয় আহামেদ

৪২.উপ- রাজনৈতিক বিষয়ক সম্পাদক- রাসুল মিয়া

৪৩. সদস্য সচিব- উজ্জ্বল হাসান।

 

কার্যকরী সদস্য:

৪৪.মোঃ মোশাররফ হোসেন

৪৫. মোঃ রনি মিয়া

৪৬উওম সরকার

৪৭.জাকির হোসেন