নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনের সাথে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহিদুল্লা গাজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন , রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম শাহেদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সুশীল সরকার , সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ , আশিকুর রহমান মান্নান , জাহাঙ্গীর আলম হানিফ, এসএম শাহাদাত, জিএম শহিদ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম লিখন, মাহাবুব রহমান প্রিয়, জয়নাল আবেদীন জয়সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।