ক্লান্ত
                                        কামরুন্নাহার বর্ষা

 পথটা আমার বিষন্নতায় কাঁটায়
ভরা অধিক হাঁটা
তবু হয় নিতো কভু শান্ত
ক্লান্ত পথিক ক্লান্তির ঘাত
পিছু ডাকে তবু হঠাৎ হই নিতো বিভ্রান্ত ।
 
আমি তোমাদের পথের অলিগলি ছুটি
ব্যস্ত শহরের হেস্তটাকে খুঁজি
শুনে যাই নিরবতার সুর
তবু ক্লান্ত পথিক ক্লান্তির ঘাতে
ছুটে চলেছি বহুদূর ।
 
আমি স্বপ্নের জালে ছেঁড়া গল্পের টানে
সাদামাটা স্বপ্নগুলো খুঁজে যাই
শুনে যাই কিছু বৃষ্টি ভেজা কান্নার গান
তবু ক্লান্ত পথিক ক্লান্তির
ঘাতে ছুটে চলেছি বহুদূর ।