‘হামার ডিমলা’ ফেসবুক গ্রুপের বিনামূল্যে রক্ত পরীক্ষা কার্যক্রম শুরু
নুরুজ্জামান সরকার,জেলা প্রতিনিধি (নীলফামারী):
ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হামার ডিমলা’ এর উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী শুরু হয়েছে।
ডিমলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার দিনব্যাপি এই কর্মসূচী সম্পন্ন হয়।
সকালে উপস্থিত থেকে কর্মসূচীর সূচনা করেন হামার ডিমলার প্রধান সমন্বয়ক সাইয়েন কাদির সরকার কানন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, জেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক চয়ন হোসেন সরকার।
প্রসঙ্গত নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্দেশনায় সাদাফ রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগীতায় এবং রংপুর তালুকদার হসপিটাল এর সৌজন্যে কর্মসুচী বাস্তবায়ন করছে হামার ডিমলা।
কর্মসূচীর সমন্বয়ক সাইয়েন কাদির সরকার কানন জানান, মাধ্যমিক পর্যায়ে উপজেলার সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপি কর্মসূচী সম্পন্ন করা হবে। আজ শুরু হলো। প্রথম দিনে ১৩০জনের রক্ত পরীক্ষা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।