যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মোকাবেলা করার জন্য বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দিয়েছে
ইউ এস ঢাকা এমবাসি টুইটার থেকে –
এই সহায়তা বিগত বিশ বছরে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের ১ বিলিয়ন ডলারেরও বেশি স্বাস্থ্য সহায়তা এবং ২০২০ সালের মার্চ মাস থেকে কোভিড -১৯ মোকাবেলায় দেওয়া ৬৮.৭ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তার সাথে যুক্ত হলো।
ঢাকা, নভেম্বর ১৫, ২০২০ — যুক্তরাষ্ট্রের সরকার ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস ও ইউ.এস. এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুত অত্যাধুনিক ১০০ ভেন্টিলেটর হস্তান্তর করেছে। যুক্তরাষ্ট্রের এই অনুদান অতিমারি মোকাবেলায় জরুরিভাবে সাড়া দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহায়তা করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পরামর্শ সভায় অধিকতর নিরাপদ অর্থনীতির জন্য জনস্বাস্থ্য বিষয়ক সহযোগিতা জোরদার করার (স্ট্রেন্থদেনিং পাবলিক হেলথ কো-অপারেশন ফর এ সেফার ইকোনোমি) রূপরেখা বাস্তবায়নে অবদান রাখবে।
যুক্তরাষ্ট্রের এই ভেন্টিলেটরগুলো আমেরিকার অত্যাধুনিক ও সেরা প্রযুক্তির তৈরি। এগুলো আকারে ছোট ও পরিচালনা করা সহজ হওয়ায় ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্সা করার ক্ষেত্রে বাংলাদেশী চিকিত্সা পেশাজীবিদের অনেক বেশি সুবিধা দেবে। ভেন্টিলেটারগুলো শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতরভাবে অসুস্থ রোগীদের জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউএসএআইডি অনুদান হিসেবে শুধু যে ভেন্টিলেটরগুলো দিচ্ছে তা নয়, ভেন্টিলেটারগুলো স্থাপনে প্রযুক্তিগত সহায়তা দেয়ার পাশাপাশি এগুলোর রক্ষণাবেক্ষণে সরঞ্জামসহ সহায়তা করা ও পরিচালনার জন্য প্রশিক্ষণও প্রদান করবে।
ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন: “কোভিড-১৯ অতিমারি বিশ্বব্যাপী নজিরবিহীন স্বাস্থ্য হুমকি তৈরি করেছে। শুধুমাত্র অংশীদারিত্ব এবং সহযোগিতার মাধ্যমেই আমরা মানুষের সুস্থ ভবিষ্যত নিশ্চিত করতে পারব। এই অনুদান কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের চলমান প্রচেষ্টার পরিপূরক এবং সঙ্কটের মধ্যে থাকা বাংলাদেশের জনগণকে সহায়তা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চলমান প্রতিশ্রুতির বাস্তবায়নকে তুলে ধরেছে।”
এই অনুদান অতিমারি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের ইতোমধ্যে দেয়া ৬৮.৭ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তার সাথে যুক্ত হলো, যার মাধ্যমে ইতোমেধ্যে বাংলাদেশী ল্যাবরেটরিগুলোর কোভিড-১৯ পরীক্ষা করার সামর্থ্য জোরদার করা হয়েছে; কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্যযত্ন ব্যবস্থা উন্নত করা হয়েছে; সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা হয়েছে; এবং এই রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কয়েক দশক ধরে, যুক্তরাষ্ট্র স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম দাতা দেশ। ২০০৯ সাল থেকে আমেরিকান করদাতারা উদারভাবে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা করেছে এবং প্রায় ৭০ বিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।