২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আয়নাবাজি’ দিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী দেখিয়েছিলেন যে, ভালো সিনেমা হলে প্রেক্ষাগৃহে দর্শকের অভাব থাকবে না।
 
‘আয়নাবাজি’র পর এবার রুপালি পর্দায় এই গুণী নির্মাতা নিয়ে আসছেন ‘রিকশা গার্ল’। যা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েছে।
 
সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সেই অপেক্ষায় চাতক পাখি হয়ে আছেন সিনেপ্রেমীরা।
 
আর সেই অপেক্ষাকে আরো তীব্রতর করেছে সিনেমাটির সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেইলার। ট্রেইলারটি আলোচনার ঝড় তুলেছে ফেসবুকে।
 
‘রিকশা গার্ল’ সিনেমাটির শুটিংয়ের সময়ও এ নিয়ে ফেসবুকে ব্যস্ত ছিলেন নেটিজেনরা।
 
গত ২ জুন ফেসবুকে সিনেমাটির ট্রেইলার অবমুক্তের পর আলোচনা তুঙ্গে উঠে। কয়েক ঘণ্টার মধ্যে চার হাজারের বেশি শেয়ার হয়েছে ট্রেইলারটি।
 
২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেইলারে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা গেছে। এর বেশিরভাগ সময়জুড়েই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নভেরা রহমানকে দেখা গেছে।
 
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ।
 
কিশোরী নাঈমার জীবনে নানা স্বপ্ন নিয়ে সিনেমার ঘটনা আবর্তিত।
 
নির্মাতা অমিতাভ রেজা বলেন, বাংলা সিনেমা ও সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতে সিনেমাটি ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে।
 
এতে নভেরা ছাড়াও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
 
‘রিকশা গার্ল’ সিনেমার ট্রেইলারটি দে

https://www.facebook.com/watch/?v=2589657918005959