নূরুল হক, মণিরামপুর প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে নির্দেশনা ও যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের অনুপ্রেরনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় মনিরামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২১ পালিত হয়েছে।
শনিবার বিকেলে-‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পৌরশহরের মোহনপুর কারিমিয়া এতিমখানা মাদরাসা মাঠে ভেষজ, ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মাহমুদুল হাসান রকি, জিএম রাসেল, মণিরামপুর সরকারী কলেজ ছাত্রলীগেরনেতা কামরান হোসেন, পৌর ছাত্রলীগনেতা সাইফুর রহমান অভি, শুভ্র বিশ্বাস, অভি কুন্ডু, অনুপ, ইউনিয়ন ছাত্রলীগনেতা এমএআই রাকিব, সবুজ হোসেন, শাহিন হোসেন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।